সচরাচর জিজ্ঞাস্য
Faq's
সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর দেখে নিন।
সেইটো ইন্টারন্যাশনাল থেকে আমি কি কি সুবিধা পেতে পারি?
সেইটো ইন্টারন্যাশনাল থেকে আপনি অভিজ্ঞ শিক্ষকদের থেকে জাপানি ভাষা শিখার পাশাপাশি আপনার জাপানে যাওয়ার ডকুমেন্ট প্রসেসিং এবং জাপানে যাওয়ার আগ পর্যন্ত যেকোনো ধরণের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমি জাপানি ভাষা এখন থেকে কতটুকু শিখতে পারবো?
আপনাকে এখানে অভিজ্ঞ শিক্ষক ধারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জাপানি ভাষা শিখানো হবে যাতে আপনি জাপানি ভাষা পড়তে, বলতে ও লিখতে পারেন।
আমি কিসের ভিত্তিতে জাপানে যেতে পারবো?
আপনাকে স্টুডেন্ট ভিসা অথবা জব/ওয়ার্ক/চাকরির ভিসার ভিত্তিতে জাপানে পাঠানো হবে।
আমাকে কি শারীরিকভাবে আমার পাসপোর্ট আপনাকে দিতে হবে?
জি, আপনাকে শারীরিকভাবে আপনার পাসপোর্ট আমাদেরকে দিতে হবে। কারণ আমাদের পাসপোর্ট, এপ্লিকেশন এবং অন্যান্য ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে এম্বাসি এর কাছে।
আপনারা কি জাপান ছাড়া অন্য দেশে মানুষ পাঠান?
না, আমরা শুধুমাত্র জাপানেই মানুষ পাঠাই।
আপনার প্রসেসিং এর সকল কাজ শেষ করতে কতদিন সময় লাগে?
আমাদের প্রসেসিং এর সময় লাগে ৫ থেকে ৬ মাসের মতো। তবে এম্বাসির জন্য সময় কম বেশি হতে পারে।
আপনাদের কেন আমরা বিশ্বাস করবো?
আমরা চেক ও স্ট্যাম্প এর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কাজ করি। এখানে ফল্ট বা প্রতারণার কোনো সুযোগ নেই।
আপনাদের এখান থেকে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু?
আমাদের এখান থেকে ভিসা হওয়ার সম্ভাবনা ৯৯%
আপনারা কতদিন ধরে জাপান নিয়ে কাজ করেছেন?
আমরা দীর্ঘদিন যাবৎ সততার সহিত জাপান নিয়ে কাজ করছি।
ভিসা না হলে টাকা কিভাবে ফেরত পাবো?
৯০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত পাবেন।
আপনাদের সাথে মাঝে মধ্যে কথা বলার সুযোগ আছে কি?
আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন। এছাড়াও আমাদের সেইটো ইন্টারন্যাশনাল ফেইসবুক পেজে আমাদের যেই নম্বরটি দেয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনি আমাদের ওয়েবসাইট থেকেও যোগাযোগ করতে পারবেন।
জাপানে যাওয়ার জন্য কিভাবে আবেদন করতে পারি?
সেইটো ইন্টারন্যাশনাল এর অভিজ্ঞ টিমের সাথে আপনি আপনার ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ল্যাঙ্গুয়েজ কোর্স কি অনলাইনে করা যাবে?
জি, আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা অনলাইনের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
আপনাদের অফিস খোলা থাকে কখন?
শনি-বৃহঃ, সকাল ০৯ থেকে সন্ধ্যা ০৬ পর্যন্ত।
আপনার কি আবাসনের/আবাসিকদের ব্যবস্থা আছে?
জি, আমাদের এখানে সুন্দর ও মনোরম পরিবেশ রয়েছে থাকার জন্য।
TITP থেকে কি SSW তে যাওয়া যায়?
জি, জাপানে যাওয়ার পর আপনি TITP থেকে SSW তে যেতে পারবেন।
ভিজিট ভিসায় গিয়ে কি জাপানে থাকা যায়?
জি, ভিজিট ভিসায় গিয়ে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, তাহলে থাকা যাবে।
আপনাদের এখানে কোন ভিসা নিয়ে কাজ করা হয়।
আমরা মূলত জাপানের স্টুডেন্ট ও ওয়ার্ক পার্মিট ভিসা নিয়ে কাজ করে থাকি।
আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স ব্যতীত অন্য কোনো কোর্স করান?
জি, আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি।
আমার ল্যাঙ্গুয়েজ কোর্স করা আছে, আমার ওয়াইফ গেলে কি তারও কোর্স করতে হবে?
যদি আপনি SSW তে যান, তাহলে আপনার ওয়াইফ এর জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে না।
এম্বাসি ডেট কি যেকোনো সময় পাওয়া যাবে?
জি, আমরা প্রয়োজন মত এম্বাসি ডেট নিয়ে দিতে পারবেন।
ভিসা পাওয়ার কতদিন পর যেতে পারবো?
ভিসা পাওয়ার ৪৮ ঘন্টার পর আপনি যেতে পারবেন। তবে ৯০ দিন মধ্যে আপনাকে যেতে হবে।
সাহায্য দরকার? আমাদের সাপোর্ট টিমকে কল করুন।
আমরা এমন লোকদের খুঁজছি যারা আমাদের সম্পর্কে জানতে চান বা যাদের সাপোর্ট এর প্রয়োজন।